আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কিমকে সুস্থ দেখে খুশি ট্রাম্প

কিমকে সুস্থ দেখে খুশি ট্রাম্প


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২০ , ৬:২০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সুস্থ অবস্থায় ফিরে আসতে দেখে খুশি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার টুইটে তিনি জানিয়েছেন, ‘তিনি (কিম) সুস্থভাবে ফিরে আসাতে আমি খুশি।’ সব ধরনের জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে প্রায় ২০ দিন পর শুক্রবার জনসম্মুখে হাজির হন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং-উন। তিনি ওইদিন একটি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়। তিনি গুরুতর অসুস্থ বা সম্ভবত মারা গেছেন এমন তীব্র জল্পনা শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ বাদে প্রথম প্রকাশ্যে আসেন কিম। উত্তর কোরিয়ার স্টেট টেলভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, পিয়ংইংয়ের উত্তরে সানচন এলাকায় একটি সার কারখানা উদ্বোধনে এসে কিম হাঁটছেন, ব্যাপকভাবে হাসছেন এবং সিগারেট খাচ্ছেন। ১১ এপ্রিল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বৈঠকের সভাপতিত্ব করার পর থেকে উত্তর কোরিয়ার নেতা আর প্রকাশ্যে আসেননি। এরপরেই তাকে ঘিরে জল্পনা ছড়ায়। কিছু রিপোর্টে দাবি করা হয়, মৃত্যু হয়েছে এই নেতার। কিন্তু এরপরও দক্ষিণ কোরিয়াসহ একাধিক দেশের পক্ষ থেকে জানানো হয় সুস্থ রয়েছেন কিম জং। কিন্তু তবুও প্রকাশ্যে না আসায় তাকে ঘিরে নানা গুজব ছড়াচ্ছিল সমানে। গত ১৫ এপ্রিল কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল সানের জন্মবার্ষিকী অনুষ্ঠানে কিং জং উন উপস্থিত না থাকায় তাকে ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নানা জল্পনা তৈরি হতে থাকে। পশ্চিমী সংবাদমাধ্যমগুলি আবার এরইমধ্যে বেশ কয়েকবার কিমের মৃত্যু হয়েছে বলেও খবর প্রকাশ করে। শুধু তাই নয়, কোনও কোনও সংবাদমাধ্যম আবার পরিস্থিতি বিশ্লেষণ করে তার স্থলাভিষিক্ত কে হতে পারেন তারও ইঙ্গিতও দেয়। এই ব্যাপারে কোনও কোনও সংবাদমাধ্যমের অভিমত ছিল, কিমের মৃত্যুর পর তার ছোট বোন কিম ইয়ো জং ওই পদে  লাভিষিক্ত হতে পারেন। তবে সমস্ত জল্পনার অবসান ঘটাতে সিউল বারবার জানাচ্ছিল কিম জীবিত। তবে কিমের মৃত্যু বা অসুস্থতার খবর শুরু থেকেই উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ের সময় কিমের ব্যাপারে ট্রাম বলেছেন, ‘হ্যাঁ, কিম কেমন আছেন আমি জানি। কিন্তু এ ব্যাপারে এখনই আমি কিছু বলব না। আমি আশা করি, তিনি ভালো আছেন। খুব দ্রুতই আপনারাও তার ব্যাপারে জানতে পারবেন। আমি কেবল তার শুভকামনা জানাচ্ছি।’ এরই মধ্যে শুক্রবার জনসম্মুখে হাজির হয়ে নিজের মৃত্যুর গুজবকে মিথ্যা প্রমাণিত করলেন কিম। তবে দীর্ঘদিন ধরে তিনি কোথায় ছিলেন এবং কেনই বা আত্মগোপন করে ছিলেন এসব প্রশ্নের উত্তর এখনও অজানা।