আজকের দিন তারিখ ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কিয়েভে ঐতিহাসিক বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা

কিয়েভে ঐতিহাসিক বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২৩ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমবারের মতো সীমানা ছাড়িয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে বৈঠক করছেন। কিয়েভকে আশ্বস্ত করতেই তাদের এই বৈঠক। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে যোগ দেওয়ার জন্য রুশ আগ্রাসনের মধ্যেই চাপ দিচ্ছে ইউক্রেন সরকার। ঠিক এই সময়ে অঘোষিত বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেনে রুশ আগ্রাসন ২০ মাসে পড়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, আমি আজ ইইউর ২৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের কিয়েভে বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানাই। ইউক্রেনের ভবিষ্যৎ ইউরোপীয় ইউনিয়নে নিহিত। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইইউর বিভিন্ন দেশের শীর্ষ কর্তারা প্রায়শই কিয়েভ সফর করেছেন। তবে এবারই প্রথম ইইউর আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইউক্রেনের রাজধানীতে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ইউরোপীয় ইউনিয়নের ‘ভবিষ্যৎ সীমান্তের মধ্যে’ মন্ত্রীদের বৈঠকের এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, ইউক্রেনে ঐতিহাসিক বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। এই বৈঠক ইতিহাসে প্রথমবারের মতো, বর্তমান ইইউ সীমানার বাইরে, কিন্তু এর ভবিষ্যৎ সীমানার মধ্যে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোন্না বলেন, এই বৈঠক দীর্ঘ মেয়াদে ইউক্রেনের সমর্থনে জোটের সংকল্পের সংকেত।