কিশোরগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় আওয়ামী লীগের ২ নেতাসহ ৩ জনের মৃত্যু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৩ , ৫:০৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
দিনের শেষে ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ তিন জন মারা গেছেন। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের লোকজনের বরাদ দিয়ে ওসি জানান, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন (৫৭), জহির রায়হান (৫৮) এবং ভাটি দোয়ারিয়া এলাকার বাসিন্দা ডাক্তার গোবিন্দ বিশ্বাসের (৪৫) মৃত্যু হয়।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, রাতে খাবারে বিষক্রিয়ার প্রভাবে এমন ঘটনা ঘটতে পারে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।