আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// কিয়েভসহ ইউক্রেনের চার শহরে যুদ্ধবিরতি ঘোষণা

কিয়েভসহ ইউক্রেনের চার শহরে যুদ্ধবিরতি ঘোষণা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৭, ২০২২ , ২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চার শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। অন্য শহরগুলো হলো- দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, বন্দরনগরী মারিওপোল ও সুমি। বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ করে দিতেই এ যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রিয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

এ পরিস্থিতে কিয়েভ, খারকিভ, মারিওপল ও সুমি শহরে বেসামরিক লোকজনকে বের হওয়ার সুযোগ করে দিতে রুট তৈরি করা হবে। এ চারটি শহরেই রাশিয়ার পক্ষ থেকে বোমা, ক্ষেপণাস্ত্র হামলা, গোলা ও গুলিবর্ষণ অব্যহত রয়েছে। পাল্টা গুলি চালাচ্ছে ইউক্রেনের বাহিনীও। এতে বাড়ছে হতাহতের সংখ্যা।

বেসামরিক লোকজন ঘর থেকে বের হতে পারছেন না। অনেকে বাঙ্কার ও ভূগর্ভস্থ মেট্রোরেল স্টেশনে আশ্রয় নিয়েছেন। রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা এলেও ইউক্রেনের পক্ষে এ পর্যন্ত কোনো নিশ্চয়তা দেয়া হয়নি। এর আগে দুটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তবে তা মানা হয়নি বলে অভিযোগ করে আসছে ইউক্রেন।