আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// কুমিল্লায় বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৪

কুমিল্লায় বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৪


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২২ , ৪:০০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ৪ জন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি কন্যা শিশু ও সিএনজি চালক মারা গেছে।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জালাল উদ্দিন রিমন বলেন, কুমিল্লামুখী একটি সিএনজি অটোরিকশাকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতি সম্পন্ন বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিঅটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। আমরা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।