আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২২ , ১০:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


জেলা প্রতিনিধি কুমিল্লা : কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাকসামক্রসিং হাইওয়ে থানার উপপিরদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, জেলার লালমাই উপজেলার পরতি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া এবং অজ্ঞাত এক নারী। এসআই মো. জসিম উদ্দিন  বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় ঢাকামুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অহত হন আরও তিন জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।