আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কুমিল্লায় হতদরিদ্রদের ঘরে ঘরে ত্রাণ দিচ্ছেন ছাত্রদল

কুমিল্লায় হতদরিদ্রদের ঘরে ঘরে ত্রাণ দিচ্ছেন ছাত্রদল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২০ , ৭:১১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় দুস্থদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। গত কয়েকদিনের মত মঙ্গলবারও মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম মিঠুর ব্যক্তিগত উদ্যোগে ৯০০ ছিন্নমূল, হকার, রিকশাচালক,খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাদ্য এবং ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন – মহানগর ছাত্রদলের সহসভাপতি আতিকুল ইসলাম আনাফ, হাসান মোরশেদ টুটুল, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সজল, হৃদয় হাসান, যুবদল নেতা মাহমুদুল হক পিটার, কৃষকদল নেতা জিএস কামাল প্রমুখ। এর আগে কুমিল্লা মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ সচেতনতামূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করা হয়। এ বিষয়ে মহানগর ছাত্রদল সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, গত মার্চ মাসে বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে কুমিল্লা মহানগরীতে অসহায়দের সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে ছাত্রদল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।