আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ

কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২০ , ৭:০১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় গেল বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা কমেছে। তবে গতবারের তুলনায় এবার বেড়েছে জিপিএ-৫। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ। যা গত বছর ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ। এদিকে, গত বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা ছিলো ৮ হাজার ৭৬৪ জন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৫ জনে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস সালাম ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। বোর্ড সূত্র জানায়, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয় জেলা থেকে এক লাখ ৫৯ হাজার ৭০ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৪৩ হাজার ২৬৪ জন। যার পাসের হার ৯৬ দশমিক ৭৬ শতাংশ। মানবিক বিভাগ থেকে পাস করেছে ৪২ হাজার ৩০৪ জন এবং বাণিজ্য বিভাগ থেকে পাস করেছে ৪৯ হাজার ৯৯২ জন।