আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কুষ্টিয়ায় ইট ভাঙা মেশিনচাপায় নিহত ১

কুষ্টিয়ায় ইট ভাঙা মেশিনচাপায় নিহত ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১:৩৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


kustiaকুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার কাথুলিয়া মিলপাড়ায় ইট ভাঙা মেশিনের নিচে চাপা পড়ে সেলিম হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন সদর উপজেলার শিমুলিয়া এলাকার রমজান আলীর ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, সকালে বাড়ি থেকে ইট ভাঙার মেশিন চালিয়ে ভাদালিয়ার দিকে যাচ্ছিলেন সেলিম। পথে কাথুলিয়া মিলপাড়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মেশিনটি উল্টে যায়।

এ সময় তিনি ওই মেশিনের নিচে চাপা পড়েন।

এ অবস্থায় স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।