আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কুষ্টিয়ায় একদিনে আরও ৭ জনের মৃত্যু

কুষ্টিয়ায় একদিনে আরও ৭ জনের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২১ , ১১:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনই করোনায় আক্রান্ত ছিলেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপও আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকালে ১৯১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৫৮ জন; আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৩ জন। জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১০৮৫টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯১ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ৫৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৭৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৫০ জন। নতুন করে শনাক্ত হওয়া ২৯২ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৮৭, কুমারখালীর ৭০, দৌলতপুরের ৪৪, ভেড়ামারার ১৯, মিরপুরের ৫০ ও খোকসা উপজেলার ২২ জন।
এখন পর্যন্ত জেলায় ৯৩ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৭ হাজার ৮৪১ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ৬৩ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২২৫ জন। হোম আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৮৩৮ জন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এএসএম মুসা কবির বলেন, গ্রামে গ্রামে প্রশাসনের নজরদারি ও তদারকি আরও বাড়াতে হবে। উপসর্গ নিয়ে কেউ যেন বাড়িতে বসে না থাকেন। তাদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা ছাড়া মৃত্যুহার কমানো সম্ভব নয়। চিকিৎসা নিতে যত দেরি হবে, মৃত্যুর ঝুঁকি তত বাড়বে।