আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর সহায়তা পেল ২৩ পরিবার

কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর সহায়তা পেল ২৩ পরিবার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২১ , ২:২৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ধরলা নদীর ভাঙনে সারডোব এলাকার নিঃস্ব ২৩ পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা। তাদেরকে এ সহায়তা হিসেবে গৃহনির্মাণের জন্য ঢেউটিন এবং নগদ অর্থ প্রদান করা হয়। গত কয়েকদিনের ধরলা নদীর আগ্রাসী ভাঙনের শিকার এসব পরিবার তাদের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছিল। সাজানো সংসার চোখের পলকে হারিয়ে তারা হয়ে যায় নির্বাক। সম্প্রতি সারডোব এলাকায় এসব মানুষের দুর্দশার খোঁজ-খবর নিতে নদী পাড়ে ছুটে যান কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন সদর উপজেলা প্রশাসনকে।দ্রুত সরেজমিনে খোঁজখবর নিয়ে প্রকৃত ঘরবাড়ি হারা ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর দেওয়া ঘরনির্মাণে টিন ও নগদ অর্থ বরাদ্দের নির্দেশ দেন।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় ধরলা নদীর ভাঙনের শিকার ২৩ পরিবারকে সহায়তা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, হলোখানা ইউপি চেয়ারম্যান উমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য নগদ ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।