আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কুড়িগ্রামে যমজ বোনের গোল্ডেন জিপিএ অর্জন

কুড়িগ্রামে যমজ বোনের গোল্ডেন জিপিএ অর্জন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২০ , ৫:১১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


কুড়িগ্রাম (রাজারহাট) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে এসএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন জিপিএ পেয়েছে যমজ দুই বোন। তারা হলো সাকিরা সামান্তা (সুপ্তি) ও সায়েমা সানজিদা (সুতপা)। তারা প্রেস ক্লাব রাজারহাটের সাবেক সভাপতি ও রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সহ.অধ্যাপক সাজেদুর রহমান মণ্ডল (চাঁদ) এর কন্যা। এ বছর রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। মা ফরিদা ইয়াসমিন (রিতা) একজন গৃহিণী। যমজ দু’বোনের সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে। ভবিষ্যতে সাকিরা সামান্তা (সুপ্তি) ও সায়েমা সানজিদা (সুতপা) দু’জনেই ডাক্তার হতে চায়। তারা সকলের দোয়া প্রার্থী।