আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য কৃষিবিদ ফিডের ২৫ গুণের বেশি আবেদন

কৃষিবিদ ফিডের ২৫ গুণের বেশি আবেদন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২১ , ১:১১ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : এসএমই খাতে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অফারের কৃষিবিদ ফিড লিমিটেডের বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। কিউআইও’র জন্য বরাদ্দ শেয়ারের বিপরীতে ২৫ গুণের বেশি আবেদন জমা পড়েছে। কোম্পানি জানায়, গত ১০ অক্টোবর কৃষিবিদ ফিডের কিউআইও এর আবেদন শুরু হয়ে ১৪ অক্টোবর পর্যন্ত চলে। কিউআইও’র মাধ্যমে কোম্পানিটি ২২ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে জমা পড়ে ৫৫৯ কোটি টাকার আবেদন। যা মোট অ্যামাউন্টের ২৫ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি শেয়ারপ্রতি ১০ টাকা মূলে ২.২০ কোটি শেয়ার ইস্যু করে ২২ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডিজেল জেনারেটর ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৭ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৪৭ টাকায়। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর কোম্পানি কোনো বোনাস শেয়ার দিতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল।