আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// কেক কেটে দৈনিক ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেক কেটে দৈনিক ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৫, ২০২৩ , ২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


মোস্তাফিজুর রহমান : মুক্ত প্রাণের প্রতি ধ্বনি অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত দৈনিক ভোরের কাগজ ৩১ পেরিয়ে ৩২-এ পদার্পণ করলো।  ভোরের কাগজ অফিসে কেক কেটে দেশের অন্যতম শীর্ষ এই দৈনিকের জন্মদিন উদযাপন করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকার অঙ্গীকার নিয়ে ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি  যে পথচলা শুরু হয়েছিল, পাঠকের আস্থা ও ভালোবাসায় তা এখনো অব্যাহত রয়েছে। বুধবার বেলা দেয়টায় ভোরের কাগজ কনফারেন্স রুমে কেক কাটা হয়। এ সময় দৈনিক ভোরের কাগজ ও দৈনিক দিনের শেষে সম্পাদক শ্যামল দত্ত কেক কেটে প্রথমে ছোট্ট শিশু বিজয়ী আফ্রাদের মুখে তা তুলে দেয়। এ সময়  দৈনিক ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, বিজ্ঞাপন ব্যবস্থাপক এস এম এ রাজ্জাক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও অর্থ ব্যবস্থাপক মো. আব্দুল করিম সোহাগ, প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দী মজুমদারসহ সিনিয়র সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, একটি কাগজের ৩২ বছরে পর্দাপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভোরের কাগজ বাংলাদেশের প্রাচীন কাগজগুলোর মধ্যে একটি। তিনি বলেন, মুক্তিযুদ্ধ, অসম্প্রদায়িকতা, গণতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সে চেতনা সাথে করেই ৯০-এর দশকে ভোরের কাগজের যাত্রা হয়েছিল এবং ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত তার আদর্শ থেকে কখনোই ভোরের কাগজ বিচ্যুত হয়নি। আপনাদের  সকলের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে আমরা এ চেতনার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারব। বাংলাদেশে এখন অনেক গণমাধ্যম। প্রযুক্তির কল্যাণে এখন আরো নানা রকমের পরিস্থিতির তৈরি হয়েছে গণমাধ্যমে। এক সময় মুদ্রণ গণমাধ্যমই ছিল একমাত্র গণমাধ্যম। যা মানুষের কাছে খবরা-খবর তুলে ধরত এখন তার সঙ্গে যুক্ত হয়েছে টেভিশন, অনলাইন, তার সঙ্গে যুক্ত হয়েছে সোশাল মিডিয়া। সবকিছুর মধ্যে নতুন নতুন চ্যালেঞ্জ সামনে এসে হাজির হয়েছে। নতুন গণমাধ্যম অর্থাৎ আমরা যারা এই ধরনের গণমাধ্যম চালাই তাদের কাছে। এতো কিছুর পরেও ভোরের কাগজ তার নিজস্ব কৌশল, পেশাদারিত্ব এবং তার কমিটমেন্টের প্রতি অবিচল থেকে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তিনি আশা করেন আগামীতে এ ধারা অব্যাহত রাখবে মুক্ত চিন্তার কাগজটি।