আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কেটি পেরির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

কেটি পেরির টুইটার অ্যাকাউন্ট হ্যাক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


Katy-Perryঅনলাইন বিনোদন ডেস্ক: গত সোমবার (৩০ মে) মার্কিন গায়িকা কেটি পেরির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এখানে তার ভক্ত ও অনুসারীর সংখ্যা ছিলো আট কোটির নব্বই লাখেরও বেশি। অনেক আজেবাজে কথা ও ভিডিও প্রকাশ করা হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে। এমনটি কেটির অপ্রকাশিত গানগুলোও লিক করে দেওয়া হয়েছে। খবর ই অনলাইন।

এখানেই শেষ নয়, ওই হ্যাকার টেলর সুইফটকে টেগ করে লিখেছেন, ‘তোমাকে মিস করছি বেবি।’ এর প‍ঁনেরো মিনিট পর ওই অ্যাকাউন্ট থেকে সব টুইট মুছে ফেলা হয়েছে।

এর আগে জাস্টিন বিবার, লিয়া মাইকেল এবং ব্রিটনি স্পিয়ার্সের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিলো।