আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কেরালায় নৌকাডুবি: মৃত বেড়ে ২২

কেরালায় নৌকাডুবি: মৃত বেড়ে ২২


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৩ , ১২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতের কেরালায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ জনে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত হয়নি। তারা জানিয়েছে, নৌকায় টিকিটধারী যাত্রীর সংখ্যা ছিল ৪০। তবে টিকিট ছাড়াও অনেকে নৌকায় ছিলেন। এ ছাড়া নৌকাটির নিরাপত্তা সনদ ছিল না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। কেরালার পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস জানান, নৌকাটি উল্টে গেছে। এর কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করবে।
এদিকে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী পিনারাইও শোক প্রকাশ করেন। তিনি মালাপ্পুরম জেলা কালেক্টরকে একটি সমন্বিত জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন। ফায়ার সার্ভিস ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিম ও পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস উদ্ধার অভিযানের সমন্বয় করবেন বলেও জানানো হয়েছে।