আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস কোচ হয়ে দেশ ও খেলোয়াড়দের জন্য কাজ করতে চাই : সেলিম মালিক

কোচ হয়ে দেশ ও খেলোয়াড়দের জন্য কাজ করতে চাই : সেলিম মালিক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৯:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেটে আজীবন নিষিদ্ধ রয়েছেন সেলিম মালিক। সেই নিষেধাজ্ঞার খড়গ আর বয়ে বেড়াতে ভালো লাগছে না তার। এবার ক্রিকেটে ফিরতে চান তিনি। কোচ হিসেবে কাজ করতে আগ্রহী মালিক। এ জন্য সংশ্লিষ্টদের কাছে নিষেধাজ্ঞা থেকে মুক্তির আবেদন করেছেন তিনি। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান মালিক। একসময়  দেশের  হয়ে অধিনায়কের গুরুদায়িত্ব পালন করেন তিনি। সেই তিনিই ১৯৯৫ সালে দেশের মাটিতে সিরিজে অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন, টিম মে ও মার্ক ওয়াহকে বাজে পারফরম্যান্স করার প্রলোভন দেখান। পরে পাক সাবেক অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ আনেন ওই তিন ক্রিকেটার। দীর্ঘ তদন্তের পর ২০০০ সালে দোষ প্রমাণিত হয়। ফলে তাকে আজীবন নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই কেলেঙ্কারি গোটা ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দেয়। পরে পাকিস্তানের একটি আদালতে নিষেধাজ্ঞা মওকুফের আবেদন করেন মালিক। ২০০৮ সালে তারা সেটি গ্রহণও করে। তবে এ প্রত্যাহারের বিষয়টি মেনে নেয়নি পিসিবি ও আইসিসি। তা সত্ত্বেও একই বছর পাকিস্তান জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ হওয়ার আর্জি জানান মালিক। এর চার বছর পর জাতীয় দলের ব্যাটিং কোচের জন্য আবেদন করেন তিনি। কিন্তু তাতে সাড়া দেয়নি পিসিবি। প্রতিবারই তা প্রত্যাখ্যান করে পাক বোর্ড। সম্প্রতি একটি ভিডিওবার্তায় মালিক জানিয়েছেন, দীর্ঘদিন চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। কোনো সুযোগ পাচ্ছেন না তিনি। ৫৭ বছর বয়সী ক্রিকেটার বলেন, আমি কোচ হয়ে দেশ ও খেলোয়াড়দের জন্য কাজ করতে চাই। এ জন্য আগে বহুবার চেষ্টা করেছি। কিন্তু আমাকে বিবেচনায় করা হয়নি। অথচ এরই মধ্যে ম্যাচ পাতানো কাণ্ডে জড়িত বেশ কজন ক্রিকেটার খেলায় ফিরেছেন। তাই মালিকের অনুযোগ, পাকিস্তানে এ সুযোগ মেলেনি কেবল তার। আর সবার মতো তিনিও দ্বিতীয়বার সুযোগ চান। মেন ইন গ্রিনদের হয়ে ১৯৮২-৯৯ পর্যন্ত ১০৩ টেস্ট ও ২৮৩ ওয়ানডে খেলেন মালিক। তিনি বলেন, মোহাম্মদ আমির, সালমান বাট, মোহাম্মদ আসিফ ঠিকই খেলছে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে গড়াপেটার দায়ে অভিযুক্ত হন তারা। ২০১৭ পিএসএলে বেটিংয়ের দায়ে দাগী শারজিল খানও ফিরেছে। কিন্তু আমাকে উপেক্ষা করা হচ্ছে।