আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১২:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


electiyঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন আলী (২৮) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিলন কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বুলবুল হকের ছেলে।

কোটচাঁদপুর ফায়ার স্টেশনের মোবাইল অপারেটর ইয়াসির আরাফাত জানান, সকালে টিউবয়েলের পানিতে গোসল করতে যান মিলন। টিউবয়েলের সঙ্গে মোটরে বিদ্যুৎ সংযোগ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।