আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কোয়ারেন্টিন থেকে ১০ ইন্দোনেশীয় মুসল্লিকে গ্রেফতার করল ভারত

কোয়ারেন্টিন থেকে ১০ ইন্দোনেশীয় মুসল্লিকে গ্রেফতার করল ভারত


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৫:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : কোয়ারেন্টিন থেকে ইন্দোনেশিয়ার তাবলিগ জামাতের ১০ সদস্যকে গতকাল সোমবার গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ট্যুরিস্ট ভিসার নিয়ম লঙ্ঘন করে গত মার্চে দিল্লির নিজামউদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগ দেয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এই সময়। ভারতীয় এই গণমাধ্যম জানিয়েছে, গ্রেফতারকৃতরা ২০ দিন কোয়ারেন্টিনে ছিলেন। কোয়ারেন্টিন পর্ব শেষ হওয়ার পরই ওই বিদেশি নাগরিকদের গ্রেফতার করা হয়। সূত্রের বরাতে খবরে বলা হয়, ২৩ এপ্রিলই তাদের গ্রেফতার দেখিয়েছে মুম্বাই পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজু হয়। এর পর আদালতে হাজির করা হলে গ্রেফতারকৃতদের মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। মুম্বাই পুলিশের মুখপাত্র প্রণয়া অশোক জানান, ইন্দোনেশিয়া থেকে ভারতে আসা ১২ জনের একটি দল দিল্লির নিজামউদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিল। ১ এপ্রিল এই বিদেশিদের চিহ্নিত করে মুম্বাই পুলিশ। এর পর নমুনা টেস্ট করতে পাঠানো হলে দুজনের রিপোর্ট পজিটিভ আসে। বাকি ১০ জনের নেগেটিভ। তিনি জানান, করোনা আক্রান্ত বিদেশিদের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে তারাও নেগেটিভ। তবে সেরে উঠলেও আগামী ৮ মে পর্যন্ত তাদের কোয়ারেন্টিনে কাটাতে হবে। বাকি ১০ জনকে ২০ দিনের জন্য কোয়ারেন্টিন কেন্দ্রে রাখা হয়েছিল। সম্প্রতি সেই মেয়াদ শেষের পরই গ্রেফতার করা হয়।