আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কৌতুক সম্রাট খ্যাত অভিনেতা ইউয়েন মারা গেছেন

কৌতুক সম্রাট খ্যাত অভিনেতা ইউয়েন মারা গেছেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২৪ , ৩:৫৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বিশ্বজুড়ে অসংখ্য মানুষের মুখে হাসি ফোটানো ব্রিটিশ কৌতুক অভিনেতা ভক্তদের শোকের সাগরে ভাসালেন। আর মানুষ হাসাবেন না কৌতুক সম্রাট খ্যাত ইউয়েন ম্যাকেনটোশ। বিবিসির সংবাদে জানা গেছে, ইউয়েন গত দুই বছর ধরে টানা বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ গত ১৯ ফেব্রুয়ারি তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। দ্য অফিস’র মতো জনপ্রিয় টিভি শোতে অভিনয় করে কোটি কোটি মানুষের ভালোবাসা কুড়িয়েছিলেন ইউয়েন। ‘কিথ বিশপ’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। দ্য অফিস’ যে চ্যানেলে সম্প্রচার হত, সেই টিভি চ্যানেল ‘গোল্ড’ ইউয়েন ম্যাকেটোশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, ‘আমরা (গোল্ড) ইউয়েন ম্যাকেনটোশের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, মাত্র ৫০ বছর বয়সেই চলে গেলেন তিনি।’ ইউয়েনের ম্যানেজমেন্ট সংস্থা জানায়, ৫০ বছরে জীবনের পরিভ্রমণ শেষ করে চলে গেলেন ইউয়েন। তাদের কথায় আরও জানা যায়, শিগগির তার শেষকৃত্য সম্পন্ন হবে পরিবার এবং ঘনিষ্ঠ, বন্ধুদের উপস্থিতিতে। পরে চলতি বছরের শেষের দিকে তার স্মৃতি স্মরণ আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।