আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ক্যাম্পবেলকে ফেরালেন তাইজুল

ক্যাম্পবেলকে ফেরালেন তাইজুল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২১ , ১১:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : শুরুতে আবুু জায়েদ রাহীর বলে আউট হয়েও রিভিউ সাহায্যে বেঁচে যান জন ক্যাম্পবেল। তবে দ্বিতীয়বার রিভিউ আর কাজে আসেনি ওয়েস্ট ইন্ডিজ ওপেনারের। তাইজুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়েন তিনি।
দলীয় ৬৬ রানে তাইজুল ইসলামের বলে আউট হয়ে মাঠ ছাড়লেন জন ক্যাম্পবেল। ২০তম ওভারের চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৬৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তবে রিভিউয়ের আবেদন জানিয়েছিলেন ক্যাম্পবেল, যা কাজে আসেনি।
শুরুতেই আবু জায়েদ রাহীর উইকেটে পরিণত হয়েছিলেন ক্যাম্পবেল। ম্যাচের ৮ম ওভারের শেষ বলে রাহীর বল ঠেকাতে গিয়ে এলবিডব্লিউ’র শিকার হন তিনি। আম্পায়ার আউটের সিদ্ধান্ত নিলে রিভিউয়ের আবেদন জানান ক্যারিবীয়রা। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে নট আউট হয়ে মাঠে থাকেন ক্যাম্ববেল। ক্রিজে রয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট (৩০) ও শায়েন মোজলে(৪)।
এই প্রতিবেদনটি করা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩.১ বল শেষে ১ উইকেট হারিয়ে ৭৩ রান। দিনের শুরুতে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। সাকিব আল হাসান ও ওপেনার সাদমান ইসলামের ছিটকে যাওয়ায় বাংলাদেশ একাদশে পরিবর্তন এসেছে মোট তিনটি। সাকিবের পরিবর্তে সৌম্য সরকার ও সাদমানের বদলে মোহাম্মদ মিঠুন জায়গা পেয়েছেন একাদশে। মোস্তাফিজুর রহমানকে রাখা হয়নি ঢাকা টেস্টে। একাদশে জায়গা পেয়েছেন আবু জায়েদ রাহী।
অন্যদিকে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ক্যারিবীয়রা। পেসার কেমার রোচের বদলে আলজারি জোসেফকে একাদশে নিয়েছে দলটি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, শায়েন মোজলে, এনক্রুমাহ বনার, জশুয়া ডি সিলভা, কাইল মেয়ার্স, রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, আলজারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েল।