আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ক্যালগারিতে মাস্ক বাধ্যতামূলক হচ্ছে

ক্যালগারিতে মাস্ক বাধ্যতামূলক হচ্ছে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৩, ২০২০ , ১০:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : কনাডার আলবার্টা ক্যালগারির সমস্ত অভ্যন্তরীণ  সরকারি ভবন  এবং গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে।

ক্যালগারির সিটি কাউন্সিল একটি নতুন বাই ল পাস করেছে যেখানে শহরের অভ্যন্তরীণ সরকারি ভবনে এবং গণপরিবহনে প্রত্যেককে মাস্ক  পরতে হবে।

এই বাই ল’ এর মধ্যে ক্যালগারির সমস্ত ভবন, বাস, ট্রেন, ট্যাক্সি, মল এবং মুদি দোকানে সমস্ত নগরীতে মাস্ক বাধ্যতামূলক করা হবে। এটি সকলের জন্য এবং সরকারি ভবনগুলোতে কর্মচারীদের জন্য সঠিকভাবে যারা দূরত্ব বজায় রাখতে সক্ষম নয় তাদের  ক্ষেত্রেও  প্রযোজ্য।  তবে কোনও ব্যক্তি যদি  প্লাস্টিকের কিছু দ্বারা আবৃত থাকে এবং অন্য ব্যক্তির থেকে পৃথক হয় তবে মাস্ক পরতে হবে না। এটি আগস্টের ১ তারিখ থেকে কার্যকর হবে।

ক্যালগারির মেয়র নাহিদ নেনশি প্রেস কনফারেন্সে বলেছেন, ক্যালগ্যারি বাসীদের এখনই মাস্ক পরা উচিত, যদিও এই বাই ‘ল কার্যকর হবে আগস্টের ১ তারিখ থেকে, তবুও  তার আগেই  মাস্ক পড়া উচিত।

তিনি আশা করেন, ক্যালগ্যারীয়নরা ততক্ষণ অপেক্ষা করবেন না যতক্ষণ না তাদের ওপর চাপ দেয়া হবে।

নাহিদ নেনশি আরো বলেন, অভ্যন্তরীণ জায়গাগুলোতে এখনই মুখোশ পরা শুরু করুন। এর মধ্যে ট্রানজিট, স্টোরস, জনসাধারণের যে কোনও জায়গাতেই অনুমতি দেওয়া হয়েছে , এছাড়াও কনডো বিল্ডিংয়ের পাশাপাশি জনসাধারণের অফিসের বিল্ডিংয়ের পাবলিক এলাকাসমূহ অন্তর্ভুক্ত রয়েছে I

উল্লেখ্য, আলবার্টা প্রদেশ জুড়ে কোভিড -১৯ এর নতুন ১৪১ টি আক্রান্ত হবার ঘোষণা  করার দিন থেকেই এই সিদ্ধান্ত আসে। এর মধ্যে আলবার্টা প্রদেশের ১১৯৩ জনের মধ্যে ৫৮৯ জনই  ক্যালগ্যারির জোনে রয়েছে।

অপরদিকে কানাডার বিভিন্ন সিটিতেও মাস্ক পরা বাধ্যতামূলক হয়েছে। একদিকে অর্থনীতি সচল রাখা আর অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে উভয় সঙ্কটে পড়েছে বিভিন্ন শহরের নীতি নির্ধারকেরা। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, প্রতিদিনই নতুন নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা্ ১লাখ ১২ হাজার ২৪০ জন, মারা গেছে ৮ হাজার ৮৭০ জন এবং সুস্থ হয়েছেন ৯৮ হাজার ১৪২ জন।