আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ‘গুলি’তে নিহত ২

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ‘গুলি’তে নিহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Iঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে। তবে তা আত্মহত্যা না খুন এ বিষয়ে কিছু জানা যায়নি।

স্থানীয় সময় বুধবার (০১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভবন থেকে এ দু’মরদেহ উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সকাল ১০টার আগে বয়েলটার হলে হঠাৎ গুলির আওয়াজ শোনা যায়। খবর পেয়ে ক্যাম্পাসে গিয়ে ওই ভবনে বন্দুকধারীর খোঁজে অভিযান চালায় পুলিশ।

লস এঞ্জেলস পুলিশ বলছে, ওই ভবনে দুইজনকে মৃত অবস্থায় পাওয়‍া গেলেও তারা কর্মকর্তা, ছাত্র নাকি দর্শনার্থী সে বিষয়ে এখনও পরিষ্কার হওয়া যায়নি।

লস এঞ্জেলস পুলিশ বিভাগের প্রধান চার্লি বেক বলেন, এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি এখনও ক্লিয়ার নয়। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, তবে তা সুইসাইড নোটের জন্যে যথেষ্ট নয়।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।