আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে গুলি করে হত্যা

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে গুলি করে হত্যা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৬:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


californiaকাগজ অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এরপর বন্দুকধারী নিজের গুলিতে নিজেকে শেষ করেন।

আলজাজিরা ও সিএনএনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

গুলিতে অধ্যাপক উইলিয়াম এস ক্লাগ নিহত হওয়ার ঘটনায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। বুধবার এ ঘটনা ঘটার পর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সবাইকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান চার্লি বিক জানিয়েছেন, তারা নিশ্চিত হয়েছে এক লোক আরেকজনকে গুলি করে হত্যা করে এবং এরপর হত্যাকারী নিজেকে গুলি করে। এতে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক উদ্ধার করেছে।

বিক বলেন, ‘এ ঘটনায় বাইরের কোনো সন্দেহভাজন জড়িত নেই এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য এখন কোনো হুমকিও নেই।’

এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তবে এতে কারো পরিচয় নেই। পুলিশ এখনো বন্দুকধারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।

একজন আইনপ্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, উইলিয়াম ক্লাগ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। তার সহকর্মীদের ভাষ্য, তিনি শান্ত, বিনয়ী ও ভ্রদ্র মানুষ ছিলেন।