আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ক্রিকেটারদের তৈরি থাকতে বললেন আকরাম খান

ক্রিকেটারদের তৈরি থাকতে বললেন আকরাম খান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২০ , ৬:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান মৌসুম যদি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়, তা হলে খেলার জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখতে পর্যাপ্ত অনুশীলন ম্যাচ ও সফরের ব্যবস্থার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি আরও তিন মাস অব্যাহত থাকলে দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মতে, মহামারী শেষে ব্যস্ত সূচি রয়েছে এবং খেলার সুযোগ পেতে খেলোয়াড়দের প্রস্তুত থাকতে হবে। আকরাম বলেন, আশা করছি– এ পরিস্থিতি শিগগির কেটে যাবে। কিন্তু এটি যদি আরও তিন মাস অব্যাহত থাকে, তা হলে ডিপিএল না হওয়ার সম্ভাবনাই বেশি। এ অবস্থায় খেলোয়াড়দের কীভাবে খেলার জন্য প্রস্তুত রাখা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ অবস্থা স্বাভাবিক হওয়ার পর ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে অনানুষ্ঠানিক লকডাউন ঘোষণার পর ক্রিকেটাররা নিজ নিজ বাড়িতে থেকেই ফিজিও ও কোচিং স্টাফদের প্রেসিক্রিপশন অনুযায়ী বাড়িতে জিম, ফিটনেস ট্রেনিং করছেন। বাড়ি ও মাঠের অনুশীলনের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে, সেটি ভালো করেই জানেন আকরাম খান। কিন্তু ঘরে বসে ফিটনেস ট্রেনিং করলে খেলোয়াড়রা নিজেদের ফিট রাখতে পারবে বলে মনে করেন তিনি। বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান বলেন, ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করলে তারা অন্তত নিজেদের ফিট রাখতে পারবে। ফিট রাখার জন্য তাদের ফিটনেস পরিকল্পনা দেয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোচিং স্টাফরা ওদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন। আশা করছি, এটি তাদের সহায়ক হবে। সবশেষে আকরাম বলেন, মাঠে ফেরার পর তাদের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে। এ জন্য আমাদের পর্যাপ্ত ম্যাচের ব্যবস্থা করতে হবে। সাধারণত আমরা যা করি তা হচ্ছে বিভিন্ন স্তরের যেমন– ‘এ’ বা এইচপি দলকে ক্রিকেটে ব্যস্ত রাখার চেষ্টা করি। আমরা নিয়মিতভাবে ‘এ’ দল এবং এইচপি দল বা অনূর্ধ্ব-১৯ দল কিংবা অন্য বয়সভিত্তিক দলের সফরের ব্যবস্থা করছি। মহামারীটি শেষ হলে আমাদের সেসব সফরের প্রতি জোর দিতে হবে, যাতে খেলোয়াড়রা ম্যাচ খেলার জন্য নিজেদের প্রস্তুত রাখতে পারে।