আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ক্রিকেটার থেকে তালেবানের প্রভাবশালী নেতা

ক্রিকেটার থেকে তালেবানের প্রভাবশালী নেতা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২২, ২০২১ , ১২:১৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ক্রিকেটার থেকে এর আগে অনেককেই রাজনীতিতে দেখা গেছে। আরো একবার সেই সাক্ষী হল ক্রিকেট। তালেবানদের ক্ষমতা দখলের পর আলোচনায় এসেছেন আফগানিস্তানের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুল্লাহ মাজারি। বছরখানেক আগেও ছিলেন পেশাদার ক্রিকেটার। আজ তিনি ক্ষমতা ফিরে পাওয়া তালেবানদের প্রভাবশালী এক নেতা। আফগানিস্তানের মাজার ই শরিফে জন্ম নেয়া আব্দুল্লাহর জাতীয় দলে অভিষেক ২০১০ সালে। টানা কয়েক মৌসুম খেলেছেন পাকিস্তানের কায়েদ এ আজম ট্রফিতে। প্রথম ও দ্বিতীয় স্তর শেষে শিয়াল কোটের হয়ে ২০০৯ সালে প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক এই বাহাতি অর্থডক্স স্পিনারের। অবশ্য ক্যারিয়ার বেশি লম্বা করতে পারেননি। কেনিয়া সফরেই খেলে ফেলেন জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। মাত্র দুই ওয়ানডের ক্যারিয়ারে নিয়েছেন দুই উইকেট। তবে ঘরোয়া ক্যারিয়ার খুব একটা মন্দ নয়, মাজারির। প্রথম শ্রেনীর ক্রিকেটে ২১ ম্যাচে ৬৪, লিস্ট এ’তে ১৯ ম্যাচে ২৬ আর ১৩ টি টোয়েন্টিতে সমান সংখ্যক উইকেট আছে তার ঝুলিতে। আছে, তিক্ত অভিজ্ঞতাও। ২০১৮ সালে আফগানিস্তানের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে এক ওভারে ৬ ছক্কাসহ দেন ৩৭ রান। একসময় পাকিস্তানে ফিরে যান মাজারি। ইসলামাবাদে শুরু করেন জমির ব্যবসা। একসময় জড়িয়ে পড়েন তালেবান রাজনীতিতে। ক্রিকেট মাঠে না পারলেও তালেবান ক্ষমতায় আসায় নতুন পরিচয়ে সফল আব্দুল্লাহ মাজারি।
উল্লেখ্য, জন্মভূমিতে ইসলামিক শাসন ব্যবস্থা ফের কায়েম হবে, ফেসবুকে এমন ঘোষণা দিয়ে কমাস আগে স্পটলাইটে এসেছিলেন মাজারি। যা আজ বাস্তব।