আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ খাগড়াছড়িতে অগ্নিদগ্ধ হয়ে মাদ্রাসা শিক্ষিকার মৃত্যু

খাগড়াছড়িতে অগ্নিদগ্ধ হয়ে মাদ্রাসা শিক্ষিকার মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২১ , ১২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি শহরের কলেজ পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে আটকে মাওশ্রীজিতা দেওয়ান (৩২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানান, একটি আগুনে পোড়া মরদেহ পেয়েছি। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। দুই বোন এক ভাইয়ের মধ্যে মাওশ্রিজিতা দেওয়ান দ্বিতীয়।তার বাবা ম্যাকানজি দেওয়ান বলেন, ‌‘ঘটনার সময় আমি বাইরে ছিলাম। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওশ্রিজিতা বের হতে পারেননি। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।