আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৭:০০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


খাগড়াছড়ির (দীঘিনালা) সংবাদদাতা : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন ইউপিডিএফ সদস্যসহ ২ জন। মঙ্গলবার সকালে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের মধ্য বানছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বাবু চাকমা ও বানছড়া এলাকার বাসিন্দা বাঙ্গাল্যা চাকমা। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারে কাজ করছে তারা। কারা, কিভাবে হামলা চালিয়েছে- সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংগ্য মারমা জানান, বাবুছড়ায় সাংগঠনিক কাজে অবস্থানকারীদের ওপর হামলা হয়েছে। তিনি দাবি করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে। দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, ‘লাশ উদ্ধারে ঘটনাস্থলে আছি। এলাকায় সেনাবাহিনীসহ টহল জোরদার করা হয়েছে।’