আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য খাদ্য খাতে সম্পদ বেড়েছে ৭ কোম্পানির

খাদ্য খাতে সম্পদ বেড়েছে ৭ কোম্পানির


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২১ , ১২:২৮ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২০টি কোম্পানির রয়েছে। এরমধ্যে ১৭টির সমাপ্ত অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যার মধ্যে ৭ কোম্পানির সম্পদমূল্য বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। এক বছরের ব্যবধানে সম্পদমূল্য বাড়া ৭ কোম্পানি হলো- অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, এএমসিএল (প্রান), বঙ্গজ লিমিটেড, বীচ হ্যাচারি, ফু-ওয়াং ফুড, রহিমা ফুড এবং আরডি ফুড।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ: সবচেয়ে বেশি সম্পদমূল্য বেড়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে এই কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৯৮ পয়সা। যা আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৩৮ টাকা ৮২ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৫ টাকা ১৬ পয়সা।
এএমসিএল (প্রান) : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৭৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৮১ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ৭৭ পয়সা।
বঙ্গজ লিমিটেড : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৪০ পয়সা। যা আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২১ টাকা ২৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ১১ পয়সা।
বীচ হ্যাচারি : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৯ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ১৬ পয়সা।
ফু-ওয়াং ফুড : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১১ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ১১ পয়সা।
রহিমা ফুড : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৬৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৯ টাকা ৫৭ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৬ পয়সা।
আরডি ফুড : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদমূল্য বেড়েছে ৪ পয়সা।