আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি খালেদার আত্মপক্ষ সমর্থন ১৮ আগস্ট

খালেদার আত্মপক্ষ সমর্থন ১৮ আগস্ট


পোস্ট করেছেন: arif | প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০১৬ , ৭:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


Khaledfgকাগজ অনলাইন প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ১৮ আগস্ট (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আদালত।

আজ (১১ আগস্ট) রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।
মামলার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল আজ। মামলার তদন্তকারী কর্মকর্তার পুনরায় সাক্ষ্য জেরা এবং কেসডকেট চেয়ে করা আবেদনটি হাইকোর্টের খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন খালেদা জিয়া। আবেদনটি শুনানির অপেক্ষায় থাকায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া আত্মপক্ষ সমর্থন পিছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।