‘খালেদা জিয়ার নামে সিম নিবন্ধন হয়নি’
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১:১৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
অনলাইন প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে কোনো সিম নিবন্ধন হয়নি বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রোববার দুপুরে সচিবালয়ে ৬টি মোবাইল অপারেটর কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সিম নিবন্ধন করা হয়েছে।
এ পর্যন্ত মোট ১১ কোটি ৬০ লাখ সিম নিবন্ধন করা হয়েছে বলে তিনি জানান।