আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি খালেদা জিয়ার হার্ট-কিডনিতে সমস্যা

খালেদা জিয়ার হার্ট-কিডনিতে সমস্যা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২১ , ২:২৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :  হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার হার্ট ও কিডনিতে সমস্যা আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়াকে গতকাল একটা বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে। কারণ উনি সিসিইউতে ছিলেন, সেখানে করোনা পরবর্তী কয়েকটা রিয়াকশন হয়েছিল এবং তার রক্তে ইনফেকশন হয়েছিল।

ইনফেকশন ভালো হয়েছে জানিয়ে ফখরুল বলেন, আল্লাহর রহমতে ডাক্তাররা তার ইনফেকশন দূর করতে পেরেছেন। যেহেতু ওখানে (সিসিইউ) সংক্রমণের সম্ভাবনা বেশি। তাই বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে এখনো তার হার্ট-কিডনিতে সমস্যা রয়েছে।