খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন: ফখরুল
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৮, ২০২১ , ৫:০৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
দিনের শেষে ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনাসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আমরা আবারও বলছি, আবারও আহবান জানাতে চাই, অভিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তার জীবন রক্ষা করুন। এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না।
মির্জা ফখরুল আরও বলেন, ১৯৭১ সালে তিনি গৃহবন্দি ছিলেন। যে নেত্রী গণতন্তের জন্য তার সারাটা জীবন অতিবাহিত করলেন। যিনি একজন গৃহবধু হয়েও শুধু জনগণের অধিকার আদায় করার জন্য তিনি রাস্তায় বেরিয়ে এসেছিলেন। বাংলাদেশের পথে প্রান্তরে ছুটে বেরিয়েছেন। সে নেত্রীকে আজকে অন্যায়ভাবে, বেআইনিভাবে মামলা সাজিয়ে আটক করে রাখা হয়েছে বছরের পর বছর। তিনি দীর্ঘ আড়াই বছর প্রায় নির্জন কারাবাসে ছিলেন। যার ফলে অনেকগুলো সমস্যা তার মধ্যে এসেছে। সেখানে কোনো চিকিৎসার সুযোগ ছিলো না। সে চিকিৎসা না দেওয়ার ফলে আজকে তার অনেক রোগ দেখা দিয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।