আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ খুকৃবি কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত

খুকৃবি কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৪ , ৫:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


খুলনা ব্যুরো : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে(খুকৃবি) কর্মকর্তাদের সার্বজনীন পেনশন বিধিমালা – ২০২৩ এর প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার ও ইউজিসি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অফিসের সামনে থেকে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক অফিসার্স পরিষদের সভাপতি ডা সাইফুল্লাহ মানছুর ও সাধারণ সম্পাদক খান জাবিদ হাসানসহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।
সাইফুল্লাহ মানছুর তার বক্তব্যে বলেন, ‘যৌক্তিক দাবিতে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো আমরা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে’।৷