আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস খুদে দাবাড়ু সাফায়াত কিবরিয়া আযানের কৃতিত্ব

খুদে দাবাড়ু সাফায়াত কিবরিয়া আযানের কৃতিত্ব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ৭:১২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সম্প্রতি বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত শহীদ শেখ রাসেল স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাথমিক স্কুল বালক শাখা (প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি) খেলায় ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রায়আন রশীদ। ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে সাফায়াত কিবরিয়া আযান। খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুজনেই দেখিয়েছে অসাধারণ কৃতিত্ব। ৪৬ জন খুদে খেলোয়াড় এ গ্রুপে অংশগ্রহণ করে। ৫ম থেকে ১০ম শ্রেণি বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ওয়াদিফা আহমেদ, রানারআপ নুসরাত জাহান আলো, তৃতীয়স্থান দখল করে সিদরাতুল মুনতাহা।
৫ম থেকে ১০ম শ্রেণি বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সাকলাইন মুস্তফা সাজিদ, রানারআপ আজমাইন পারভেজ সায়র ও তৃতীয় হয়েছে সিয়াম চৌধুরী। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিজয়ী খুদে খেলোয়াড়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার বিতরণ করবেন।