খুনিদের গ্রেফতার দাবিতে হিন্দু মহাজোটের মানববন্ধন
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর, গোপালগঞ্জের সাধু পরমানন্দ রায়ের খুনিদের গ্রেফতার ও সারাদেশে হিন্দু বাড়িঘর,মঠ মন্দিরে হামলাসহ হিন্দুদের জমি অবাধে দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (১০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা।
মানববন্ধনে হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাড. দীনবন্ধু রায় বলেন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও খুনি চক্রের মুলউৎপাটন করতে হবে। তা না হলে দেশের কারোরই জীবনের নিরাপত্তা থাকবে না।
অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার,সকল মন্দিরে হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়কে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন সরকার ও বিরোধী দল হিন্দু সম্প্রদায়ের জীবন ও সম্পদ রক্ষায় কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। তিনি হিন্দু সম্প্রদায়সহ সকল সংখ্যালঘুদের রক্ষার ভার প্রধানমন্ত্রীর নিজের হাতে তুলে নিতে বলেন।
সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. প্রতিভা বাগচী বলেন নির্যাতন নিপীড়নে বাংলাদেশ থেকে হিন্দু আজ বিলুপ্ত প্রায়। প্রতিদিনই বাংলাদেশের কোনো না কোনো স্থানে হিন্দু বাড়িঘর জমি জমা দখল, ভয় ভীতি প্রদর্শন করে দেশত্যাগে বাধ্যকরণ, হত্যা,হত্যা প্রচেষ্টা, ধর্মান্তরকরণ, মঠ মন্দির প্রতিমা ভাংচুর ও কিশোরী অপহরণ চলছে। বরাবরের মত অপরাধীদের চিহিত করে গ্রেফতার ও শাস্তি বিধান করতে বার বারই ব্যার্থ হচ্ছে সরকার।
এ ছারাও সংখ্যালঘু কল্যাণ সমিতির চেয়ারপম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী, হিন্দু মহাজোটের প্রেসিডিয়াম সদস্য কালীপদ মজুমদার, সিনিয়র সহ সভাপতি ড. সোনালী দাস, ডা. এম কে রায়, জগদীশ চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব উত্তম দাস, আর্ন্তজাতিক সম্পাদক রিপন দে, হিন্দু মহাজোটের সভানেত্রী প্রিতীলতা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেন বল প্রমুখ ব্যক্তিবর্গ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।