আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন খুনের হুমকি, ডিপজলের বিরুদ্ধে প্রযোজকের জিডি

খুনের হুমকি, ডিপজলের বিরুদ্ধে প্রযোজকের জিডি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২০ , ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠন তাকে ‘বয়কট’ ঘোষণা করেছে। এরমধ্যে একটি অভিযোগ ছিলো প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারীর সঙ্গে অন্যায়ভাবে ঝামেলায় জড়ানো। প্রযোজক সমিতি থেকে এরইমধ্যে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন জায়েদ খান।

এ নিয়ে পরিস্থিতি যখন উত্তেজনার চরমে তখন নাকি জামাল পাটোয়ারীকে হুমকি দিয়েছেন অভিনেতা, প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এমন অভিযোগ এনে ডিপজলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করেছেন প্রযোজক জামাল পাটোয়ারী।

আজ ২৭ জুলাই বেলা ১১টার দিকে তেঁজগাও শিল্পাঞ্চল থানায় গিয়ে তিনি ডিপজলের বিরুদ্ধে অভিযোগ করেন। জিডিতে ডিপজলের ব্যবহার করা একটি ফোন নাম্বার উল্লেখ করে তিনি লিখেন, শিল্পী সমিতির জের ধরে গত ২৬ জুলাই আমার মোবাইল ফোনে কল দিয়ে শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল তাকে খুনের হুমকি দেন।