খুব সফল একটা সফর এটা: হাথুরুসিংহে
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩১, ২০২৩ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : এর আগে সাদা বলে কোনো জয়ই ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে এখন তাদের মাটিতে তিন ফরম্যাটেই জয় আছে বাংলাদেশের। মাউন্ট মঙ্গুনই টেস্ট জয়ের রূপকথা ছিল আগে থেকেই। এবার নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে সমতায়। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ক্রিকেটাররা। হতাশায় মুড়িয়ে পড়া দেশের ক্রিকেটে মিলছে নতুন দিনের ক্রিকেটের বার্তাও। এবারের নিউজিল্যান্ড সফরকে তাই সফল বলছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টি-টোয়েন্টি সিরিজশেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি যেমন বললেন, সিরিজের শুরুর আগে আমরা বলছিলাম আগে কী করেছি। আর আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর। ’ ‘সিরিজ জিততে না পেরে হতাশ। আপনি যেমন জানেন, আমরা সবাই জিততে চাই। এজন্যই খেলাটা খেলি। এক পর্যায়ে আমাদের সুযোগও এসেছিল ম্যাচ (তৃতীয় টি-টোয়েন্টি) জেতার। কিন্তু আমরা যথেষ্ট রান করিনি। ’
বাংলাদেশের সামনে ছিল সিরিজ জেতার হাতছানিও। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টিতে স্রেফ ১১০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পরে ৪৯ রানে পাঁচ উইকেট তুলে নেয় নিউজিল্যান্ডের। কিন্তু শেষ অবধি ম্যাচ হারে বৃষ্টি আইনে ১৭ রানে। এ নিয়ে পরে হতাশার কথা জানান হাথুরু। তিনি বলেন, ‘আমার মনে হয় দুই ওভার পরই আলোচনা করছিলাম যে এটা ১৬০ রানের উইকেট হবে না, এখানে ১৪০-১৫০ রানের উইকেট হবে। কিন্তু অবশ্যই আমরা সেটাও অর্জন করতে পারিনি, ভালো ব্যাট করিনি। আমরা ১০ ওভারশেষে ৪ উইকেটে ৮৪ রান ছিলাম, আমাদের রান কম ছিল। কিন্তু বোলাররা আমাদের ম্যাচে রেখেছে। পুরো সিরিজজুড়ে যেভাবে বল করেছে তারা, বেশ মুগ্ধ করার মতো। ’ পুরো সিরিজজুড়ে দুর্দান্ত ছিলেন পেসার শরিফুল ইসলাম। তিনি টি-টোয়েন্টিতে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন। তৃতীয় টি-টোয়েন্টির পর শরিফুলকে প্রশংসায় ভাসিয়েছেন হাথুরুও। তিনি খুশি লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্সেও। হাথুরু বলেন, ‘আমরা ড্রেসিংরুমে আলোচনা করেছিলাম তিন ফরম্যাটেই সম্প্রতি শরিফুল আমাদের জন্য অসাধারণ বল করছে। ৮ মাস আগে সে দলেই ছিল না, কোনো ফরম্যাটেই খেলছিল না। এখন সে সেরা বোলার। আরেকটা ব্যাপার হচ্ছে রিশাদ, আমরা একজন লেগ স্পিনারকে সাদা বলে ক্রিকেটে সুযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। সে তার পরীক্ষায় উতরে গেছে। ’