আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি খুলনার মেয়র মনির বরখাস্তের আদেশ স্থগিত

খুলনার মেয়র মনির বরখাস্তের আদেশ স্থগিত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


download - Copy (2)কাগজ অনলাইন প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মনির এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (০৭ জুন) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অন্তর্বর্তীকালীন এ আদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেন। রুলে মনিকে বরাখাস্তের আদেশ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

নাশকতার মামলায় পুলিশের অভিযোগপত্রে নাম আসার পর খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাক মনিরুজ্জামান মনিকে গত বছরের ০২ নভেম্বর বরখাস্ত করে সরকার।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়,‘বিভিন্ন মামলায় এই মেয়রের বিরুদ্ধে আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় সিটি করপোরেশন আইনের ১২(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে’।