আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৭, ২০২১ , ১:৪৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


খুলনা প্রতিনিধি : খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রাবণী বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে নগরীর ইকবালনগর এলাকার কেডিএ এভিনিউয়ের করিমাবাদ সি কলোনির চারতলা ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণী রেন্ট এ কার ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম পুলিশ জানান, গতকাল রবিবার দুপুরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিক থাকার কারণে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এ সময় গৃহবধূ শ্রাবণীর শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়। পরে আত্মীয়স্বজনরা তাকে নগরীর টুটপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।