খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক কাজলের মৃত্যু
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২০ , ৬:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক কাজী রিয়াজুল ইসলাম কাজল (৩২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৭ মে) রাত সাড়ে ৩টার দিকে যশোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বৃহস্পতিবার (২৮ মে) সকালে কাজলের প্রথম প্রশিক্ষক নিয়াজ মোরশেদ পল্টূ দিনের শেষেকে বলেন, কাজল যশোরের মনিহারে তার শ্বশুর বাড়িতে ছিলেন। রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যায়। কাজল বয়রা তরুণ সংঘ ক্রিকেট একাডেমির প্রশিক্ষক ছিলেন। কাজলের ছোট একটি মেয়ে রয়েছে। তিনি জানান, সকাল ৯টায় খুলনার চরের হাট জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে খুলনার ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ তরুণ ক্রিকেটার কাজলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খুলনার ক্রীড়াঙ্গনে।