খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কার দাবিতে মানববন্ধন
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন আইলাদুর্গত পদ্মপুকুর ইউনিয়নবাসী।
শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৯টায় পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে ভাঙনকবলিত বেড়িবাঁধের ওপর স্থানীয় একতা যুব সংঘ ও ইউনিয়ন পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
একতা যুব সংঘের সভাপতি উত্তর কুমার মন্ডলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুর গফুর ও আজিজুল ইসলাম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, প্রধান শিক্ষক পুলিন চন্দ্র মন্ডল, শিক্ষক অসীম কুমার মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, জাকির হোসেন, কাজী মিন্টু, প্রমুখ।
বক্তারা বলেন, পদ্মপুকুরের কামালকাটি, ঝাপা, পাতাখালী, বন্যতলা গ্রামের কয়েক কিলোমিটার এলাকার বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হলে ইউনিয়নের ৭ হাজার পরিবার ভেসে যাবে।
তারা অবিলম্বে বেড়িবাঁধ সংস্কারের দাবিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।