আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় গণস্বাস্থ্যের কিটের রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ

গণস্বাস্থ্যের কিটের রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২০ , ৪:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  গণস্বাস্থ্য কেন্দ্রর উদ্ভাবিত কিটের রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ করেছে ওষুধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি। কিটের সেনসিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে অর্থাৎ ৬৯.৭% হওয়ায় এ সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।

গত ২১ জুন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস তাদের ‌’জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ কিটের নিবন্ধনের জন্য ঔষধ প্রশাসন অধিদফতরে আবেদন করে। এরপর গত ২১ ও ২৩ জুন টেকনিক্যাল কমিটি অন ইনভেস্টিগেশন ড্রাগ, ভ্যাক্সিন অ্যান্ড মেডিক্যাল ডিভাইস কমিটি দুটি সভা করে। এতে আন্তর্জাতিক গাইড লাইনের আলোকে র‌্যাপিড এন্টিবডি টেস্ট কিটের সেনসিভিটি এবং স্পেসিফিসিটি’র সর্বনিম্ন লেভেল যথাক্রমে ৯০% এবং ৯৫% নির্ধারণ করা হয়েছে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল গণস্বাস্থ্যের কিট পরীক্ষা করে তার ফলাফল ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার কিছুদিন পর থেকে এই ভাইরাস শনাক্তকরণে কিট উদ্ভাবনে নামে গণস্বাস্থ্য কেন্দ্র। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল তা উদ্ভাবনও করেছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৬০৭ জনে। অদৃশ্য ভাইরাসে মোট মারা গেছেন এক হাজার ৬২১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন।