আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গতবারের মতো মাঠে ভোট ডাকাত দেখিনি : ইসি রাশেদা

গতবারের মতো মাঠে ভোট ডাকাত দেখিনি : ইসি রাশেদা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৪, ২০২৩ , ৩:৪১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গতবারের সিচুয়েশনটা দেখতে পাই নি।  নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। রাশেদা সুলতানা বলেন, এই উপ-নির্বাচন ১২ অক্টোবর অনিয়মের কারণে বন্ধ করা হয়েছিল। আবার ভোট হয়েছে। আমরা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে দেখেছি ইভিএমে ভোট নিয়ে কোনো সমস্যা হয়নি। তিনি বলেন, কেন্দ্রে ভোট ডাকাত ছিল না । আমরা গতবারের মতো এ পর্যন্ত মাঠে ডাকাত দেখিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিসি ক্যামেরার কারণেই যারা অনিয়ম করার দিকে আগ্রহী থাকেন, সেই আগ্রহ অনেকটাই প্রশমিত হয়েছে। ভোটগ্রহণ হচ্ছে সকাল সাড়ে ৮টা থেকে, টানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। গত ১২ অক্টোবর সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে ব্যাপক অনিয়মের পর প্রথমে ৫১ কেন্দ্র, পরে পুরো নির্বাচন বন্ধ করে দেয় ইসি।