আজকের দিন তারিখ ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব গভর্নরকে অপহরণের পরিকল্পনা ভেস্তে দিলো এফবিআই

গভর্নরকে অপহরণের পরিকল্পনা ভেস্তে দিলো এফবিআই


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২০ , ১:৫৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনা আটকে দিয়েছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। করোনার মধ্যে কঠোর লকডাউন আরোপ করায় তাকে আপহরণের পরিকল্পনা করা হয় বলে জানায় সংস্থাটি। খবর বিবিসির।

উলভারিন ওয়াচম্যান’ নামে একটি দলের ওই ছয়জন মিশিগানের ডেমোক্রেটিক গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনা করছিলেন বলে জানানো হয়। করোনাকালে লকডাউনে বেশ কড়াকড়ি আরোপ করেন মিশিগানের গভর্নর। এ কারণে লকডাউনবিরোধী অনেক মিছিলে তাকে জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করা হয়। অভিযুক্ত ওই শ্বেতাঙ্গ দলটি বিশ্বাস করে, বেশ কিছু অঙ্গরাজ্যের গভর্নর মার্কিন সংবিধানের অমার্যাদা করছেন। তাই উগ্রবাদী এই দলটি মিশিগানের গভর্নরকে অপহরণের ছক কষছিল।

আটক মোট ১৩ জনের মধ্যে ছয়জনের বিরুদ্ধে অপহরণের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছে এফবিআই। তারা হলেন অ্যাডাম ফক্স, ব্যারি ক্রফট, কালেব ফ্র্যাঙ্কস, ড্যানিয়েল হ্যারিস, ব্র্যান্ডন ক্যাসেরটা ও টে গারবিন।