আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য গরুর মাংসের দাম কমায় কমেছে মাছ-মুরগি-ডিমের দামও

গরুর মাংসের দাম কমায় কমেছে মাছ-মুরগি-ডিমের দামও


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২৩ , ৩:৪৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : গরুর মাংসের দাম কমায় কমেছে মাছ-মুরগি-ডিমের দামও। এতে স্বস্তিতে সাধারণ মানুষ। এখন মধ্যবিত্ত কিংবা নিম্নমধ্যবিত্ত মানুষও গরুর মাংস কিনতে পারছেন। সকালে রাজধানীর মিরপুরে কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি দরে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৩০-৫৫০ টাকা কেজি, আর ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা কেজি দরে। মাছের বাজার ঘুরে দেখা যায়, রুই মাছ বিক্রি হচ্ছে আকারভেদে ৩০০-৪৫০ টাকা কেজি দরে, ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-১২০০ টাকা কেজি দরে। আর ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। সবজির দামও কিছুটা কমেছে। আলু বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা কেজি দরে, বেগুন ৪০-৬০ টাকা, শসা ৫০-৭০ টাকা, পটল ৬০-৭০ টাকা এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১১০-১৪০ টাকা কেজি দরে। মাছ বিক্রেতা মাসুম বলেন, সব মাছের দাম এখন কম আছে। বেচাকেনাও ভালো। গরুর মাংসের দাম কমায় মাছের ওপর চাপ কমেছে। ফলে চাহিদা অনুযায়ী মাছ থাকায় দামটাও সাধ্যের মধ্যে। বাজার করতে আসা মুশফিকুর নামের এক ক্রেতা বলেন, শীতের সবজির দাম কমেছে। গরুর মাংসের দামও কম। বাজারে এসে কিছুটা স্বস্তিতে আছি। দাম এমন নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের নজরদারি বাড়াতে হবে।