আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন গল্পের মজাটা নষ্ট করতে চাই না: মিথিলা

গল্পের মজাটা নষ্ট করতে চাই না: মিথিলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২২ , ৪:৪১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  কলকাতার ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজনেই যুক্ত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সেটা আগেই জানা ছিলো। এবার আসলো মিথিলার প্রথম ঝলক।

সোমবার (২৯ মার্চ) ওটিটি প্ল্যাটফর্ম হইচই প্রকাশ করেছে অভিনেত্রীর কয়েকটি পোস্টার। সেখানেই দেখা গেল বহ্নিরূপী মিথিলাকে। ছবির ক্যাপশনে লেখা, ‘নতুন মুখ। নতুন পরিচয়। নীলকুঠির দরজায়।’

নীলকুঠি হলো একটি যৌনপল্লী। সিরিজটি নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। এতে মন্টু পাইলটের ভূমিকায় আছেন সৌরভ দাস। তার সঙ্গে মিথিলার ঘনিষ্ঠ দৃশ্যও থাকছে সিরিজটিতে। শিগগিরই এটি মুক্তি পাবে হইচই-তে।

‘মন্টু পাইলট’-এর এই চরিত্রে প্রথম সিজনে অভিনয় করেছিলেন শোলাঙ্কি। তার স্থলাভিষিক্ত হলেন মিথিলা। যদিও মিথিলা এটাকে স্থলাভিষিক্ত বলতে নারাজ। তার দাবি, ‘শোলাঙ্কির জায়গায় মিথিলা- বিষয়টি মোটেই এরকম নয়। আমার জন্য সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি করেছেন দেবালয়। নতুন সিজনের গল্পও অন্যরকম। এসব আগাম বলে মজা নষ্ট করতে চাই না।’