আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১:১৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Gaibandaগাইবান্ধার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচনী সহিংসতার ঘটনায় সাইদার রহমান নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ছবেদ আলীর ছেলে।

শনিবার (৪ জুন) ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে সদস্য প্রাথী ফুটবল প্রতীকের দুদু মিয়া ও ফ্যান প্রতীকের আব্দুর রহিম মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় সাইদার রহমান গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মৃত্যুর ঘটনা তিনি লোক মুখে শুনেছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।