আজকের দিন তারিখ ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব গাজায় অমানবিক হামলার নিন্দা জানাচ্ছি: মোদি

গাজায় অমানবিক হামলার নিন্দা জানাচ্ছি: মোদি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২৩ , ১১:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইসরাইলের অবিরাম হামলায় গাজায় সাধারণ নাগরিকদের হত্যার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দ্বিতীয় ‘ভার্চুয়াল ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’-এ তিনি নিন্দা জানান।  চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের কারণে পশ্চিম এশিয়ায় সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় গ্লোবাল সাউথের মধ্যে ঐক্য ও সহযোগিতার প্রয়োজনীয়তাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, ভারত সবসময় সন্ত্রাসী ও সহিংসতার বিরোধিতা করে। এমনকি গত ৭ অক্টোবরে ইসরাইলে হামাসের হামলারও। তবে চলমান এই সংঘর্ষে সাধারণ নাগরিকদের মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা এর নিন্দা জানাই। মোদি আরও বলেন, আমরা সবাই দেখছি. যে পশ্চিম এশিয়ার ঘটনায় বিশ্বে নতুন চ্যালেঞ্জের উদ্ভব হচ্ছে। আমরা ৭ অক্টোবর হামাসের হামলারও তীব্র নিন্দা জানাই। চলমান এ সংঘাত নিরসনে সংলাপকে প্রাধান্য এবং সংযম প্রদর্শনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরাও সংযম দেখিয়েছি। আমরা সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছি। আমরা ইসরাইল ও হামাসের মধ্যে সংঘর্ষে বেসামরিক মানুষের মৃত্যুর তীব্র নিন্দাও করেছি। তিনি আরও বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার পর আমরা ফিলিস্তিনের জনগণের জন্য মানবিক সাহায্যও পাঠিয়েছি। এছাড়াও তিনি বৃহত্তর বৈশ্বিক স্বার্থের জন্য গ্লোবাল সাউথের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।  ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে ইসরাইলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মোদি। হামাসের হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও আখ্যা দেন তিনি। তবে গত ১৭ অক্টোবর গাজার আল আহলি হাসপাতালে বোমা বিস্ফোরণের নিন্দা জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মোদি বলেন, ‘গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা। চলমান সংঘর্ষে বেসামরিক জনগণের হতাহতের ঘটনা একটি গুরুতর এবং অব্যাহত উদ্বেগের বিষয়। যারা জড়িত তাদের শাস্তি পাওয়া উচিত।’
এছাড়া ২২ অক্টোবর এক এক্স পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য মানবিক ত্রাণ সহায়তা পাঠাচ্ছে ভারত। ৬.৫ টন চিকিৎসা সামগ্রী ও ৩২ টন দুর্যোগ ত্রাণ সামগ্রী নিয়ে আইএএফ সি-১৭ বিমান মিশরের এল-আরিশ বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।