গাজায় ইসরায়েলি হামলায় ৯১ শিশু নিহত
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২৩ , ৩:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ২ হাজার ৩০০ জনেরও বেশি। নিহতদের মধ্যে ৯১টি শিশু রয়েছে। এছাড়া, ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত আটটি পরিবারের সব সদস্য। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের সংঘাত ছড়িয়ে পড়ার পর গাজা উপত্যকায় ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা (ওসিএইচএ) বলেছে, গাজায় অন্তত ১ লাখ ২৩ হাজার ৫৩৮ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের বেশিরভাগই ঘর ছেড়েছেন আতঙ্ক, নিরাপত্তা উদ্বেগ ও ধ্বংসযজ্ঞের কারণে। গাজা সীমান্তে এরই মধ্যে প্রায় এক লাখ রিজার্ভ সৈন্য জড়ো করেছে ইসরায়েল। যেকোনো সময় বড় ধরনের স্থল অভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা। গত ১৫ বছরে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ছয় হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে বিপুল সংখ্যক নারী, শিশু এবং বৃদ্ধ রয়েছেন।